ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo বোয়ালমারীতে তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে করা চাল আত্মসাতের অভিযোগের সত্যতা মেলেনি Logo বোয়ালমারীতে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে! Logo বোয়ালমারীতে ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত Logo বোয়ালমারীতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিলন মৃধা Logo মেডিকেলে চান্স পাওয়া সেই ছাত্র এবার পেল সুবাস সাহার আর্থিক সহায়তা Logo বোয়ালমারীতে ওসির কাটাগড় মেলার মাঠ পরিদর্শন ও বাজার মনিটরিং Logo বোয়ালমারীতে রমজানে ৩০০ টাকার কাঁচাবাজার মিলছে ১৫০ টাকায় Logo প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রীকে অপহরণঃ মামলা, গ্রেফতার Logo স্কুল শিক্ষিকার ছেলে মেয়ে দুই স্কুলে ভর্তি! Logo বোয়ালমারীতে বাজার মনিটরিংয়ে নামলেন ওসি
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

তিন চাকার বাহন থামিয়ে দিচ্ছে সড়কের গতি

তিন চাকার বাহন দিন দিন মফস্বল এলাকার ব্যাস্ত সড়কের গতি থামিয়ে দিচ্ছে। বিশেষ করে ব্যাটারীচালিত অটো রিক্সা, স্যালো ইঞ্জিনের নসিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ইত্যাদি।  এসব তিন চাকার যানবাহন অনিয়ন্ত্রিত ভাবে দিন দিন সংখ্যা বেড়েই চলছে। ফলে যত্র তত্র পার্কিং, যানজট, সড়ক দুর্ঘটনা অহরহ ঘটছে।

ফরিদপুরের সদরপুর  উপজেলা সদরের বিভিন্ন পাড়া মহল্লায় প্রতিদিন  অসংখ্য তিন চাকার বাহন নতুন করে রাস্তায় নামছে। এই পেশায় যারা আসে তাদের মধ্যে বেশীর ভাগ চালকই অদক্ষ, প্রবাস ফেরত, কিশোর এবং কোন কোন ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক। এদের সড়ক চলাচলের ট্রাফিক নিয়ম কানুন সম্পুর্কে অজ্ঞ থাকায় একদিকে যেমন সড়কের ক্ষতি হচ্ছে অন্যদিকে যানজট, অনিয়ন্ত্রিত পার্কিং বেড়েই চলেছে।

মফস্বল এলাকায় এই সব যানবাহন সাধারন মানুষের কাছে বেশী গ্রহন যোগ্য হওয়ায় দিন দিন পাল্লা দিয়ে এইসব তিন চাকার যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এইসব যানবাহনের ফলে বড় মালবাহী ট্রাক, যাত্রী পরিবহনের বাস, ছোট পিক আপ, তাদের সড়ক চলাচলে স্বাভাবিক গতি বিঘ্ন হওয়ায় একদিকে যেমন সড়কের ক্ষতি হচ্ছে অন্যদিকে তৈরী হচ্ছে যানজট,মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।

ইতিপুর্বে সদরপুর উপজেলা প্রসাশনের উদ্যোগে ব্যাটারীচালিত অটোগাড়ির আলাদা পার্কিং ব্যাবস্থ্যা করে দিলে যানজট কিছুটা কম ছিল, কিন্ত কিছুদিন পরেই আবার আগের অবস্থায় ফেরত আসে পরিস্থিতি। ফলে প্রতিদিনই বাড়ছে যানজট, যার ফলে স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রীরা  বিপাকে পরে। এছাড়া অসুস্থ্য ব্যাক্তি, বৃদ্ধদেরও যাতায়তে ঝুকি নিয়ে চলাচল করতে হয়।

আরও পড়ুনঃ নারীদের অগ্রাধিকার ও ঘরে ঘরে চাকরী দেয়ার প্রতিস্রুতি দিলেন মহমুদা বেগম কৃক

সদরপুরের সচেতন মহল  মনে করেন এ ব্যাপারে সড়কের গতি ফিরিয়ে আনার জন্য যানজট নিরসনে ও দুর্ঘটনা কমাতে সদরপুরের  সংশ্লিস্ট প্রশাসনের এগিয়ে আসা উচিত।  এইসব তিন চাকার যানবাহন চলাচলে সঠিক নিয়ম নীতি তৈরী করে, স্থায়ী পার্কিং ব্যাবস্থা সহ  চালকদের পেশাগত কাজে দক্ষতা বাড়ানো ও  দুর্ঘটনা কমাতে সড়ক আইন বাস্তবায়ন করা উচিত বলে অনেকে মনে করেন।

ট্যাগস :

বোয়ালমারীতে তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে করা চাল আত্মসাতের অভিযোগের সত্যতা মেলেনি

তিন চাকার বাহন থামিয়ে দিচ্ছে সড়কের গতি

আপডেট সময় ০৯:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

তিন চাকার বাহন দিন দিন মফস্বল এলাকার ব্যাস্ত সড়কের গতি থামিয়ে দিচ্ছে। বিশেষ করে ব্যাটারীচালিত অটো রিক্সা, স্যালো ইঞ্জিনের নসিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ইত্যাদি।  এসব তিন চাকার যানবাহন অনিয়ন্ত্রিত ভাবে দিন দিন সংখ্যা বেড়েই চলছে। ফলে যত্র তত্র পার্কিং, যানজট, সড়ক দুর্ঘটনা অহরহ ঘটছে।

ফরিদপুরের সদরপুর  উপজেলা সদরের বিভিন্ন পাড়া মহল্লায় প্রতিদিন  অসংখ্য তিন চাকার বাহন নতুন করে রাস্তায় নামছে। এই পেশায় যারা আসে তাদের মধ্যে বেশীর ভাগ চালকই অদক্ষ, প্রবাস ফেরত, কিশোর এবং কোন কোন ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক। এদের সড়ক চলাচলের ট্রাফিক নিয়ম কানুন সম্পুর্কে অজ্ঞ থাকায় একদিকে যেমন সড়কের ক্ষতি হচ্ছে অন্যদিকে যানজট, অনিয়ন্ত্রিত পার্কিং বেড়েই চলেছে।

মফস্বল এলাকায় এই সব যানবাহন সাধারন মানুষের কাছে বেশী গ্রহন যোগ্য হওয়ায় দিন দিন পাল্লা দিয়ে এইসব তিন চাকার যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এইসব যানবাহনের ফলে বড় মালবাহী ট্রাক, যাত্রী পরিবহনের বাস, ছোট পিক আপ, তাদের সড়ক চলাচলে স্বাভাবিক গতি বিঘ্ন হওয়ায় একদিকে যেমন সড়কের ক্ষতি হচ্ছে অন্যদিকে তৈরী হচ্ছে যানজট,মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।

ইতিপুর্বে সদরপুর উপজেলা প্রসাশনের উদ্যোগে ব্যাটারীচালিত অটোগাড়ির আলাদা পার্কিং ব্যাবস্থ্যা করে দিলে যানজট কিছুটা কম ছিল, কিন্ত কিছুদিন পরেই আবার আগের অবস্থায় ফেরত আসে পরিস্থিতি। ফলে প্রতিদিনই বাড়ছে যানজট, যার ফলে স্কুল ও কলেজগামী ছাত্রছাত্রীরা  বিপাকে পরে। এছাড়া অসুস্থ্য ব্যাক্তি, বৃদ্ধদেরও যাতায়তে ঝুকি নিয়ে চলাচল করতে হয়।

আরও পড়ুনঃ নারীদের অগ্রাধিকার ও ঘরে ঘরে চাকরী দেয়ার প্রতিস্রুতি দিলেন মহমুদা বেগম কৃক

সদরপুরের সচেতন মহল  মনে করেন এ ব্যাপারে সড়কের গতি ফিরিয়ে আনার জন্য যানজট নিরসনে ও দুর্ঘটনা কমাতে সদরপুরের  সংশ্লিস্ট প্রশাসনের এগিয়ে আসা উচিত।  এইসব তিন চাকার যানবাহন চলাচলে সঠিক নিয়ম নীতি তৈরী করে, স্থায়ী পার্কিং ব্যাবস্থা সহ  চালকদের পেশাগত কাজে দক্ষতা বাড়ানো ও  দুর্ঘটনা কমাতে সড়ক আইন বাস্তবায়ন করা উচিত বলে অনেকে মনে করেন।