কুষ্টিয়ার দৌলতপুরে ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলিসহ সুমন (২৬) ও ছোটন (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা চাচাতো ভাই।
মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কৈপাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৩ নভেম্বর) দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সুমন ও ছোটন রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চড়ইকুড়ি এলাকার বাসিন্দা তারু মন্ডল ও চারু মন্ডলের ছেলে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।