সারাদেশের তিনদিন অবরোধের ডাক দিয়েছেন বিএনপি জামাতের নেতাকর্মীরা। তাদের রুখে দিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় অবস্থান করছেন।
মঙ্গলবার সকালে পৌরসভার চৌরাস্তা ওয়াবদামোড়ে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিন যাবত এই অবরোধ কর্মসূচি ঘোষণা করেন।
বিএনপি’র হত্যা, নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস, অরাজকতা এবং বিশৃঙ্খলা, অবরোধের বিরুদ্ধে মাঠে অবস্থান করছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
তাঁর নেতৃত্বে উপস্থিত ছিলেন, সহসভাপতি ইস্রাফিল মোল্যা, পৌরসভার কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, আওয়ামী লীগের নেতা সৈয়দ সাইদুর রহমান সজল।
⇒ আরও পড়ুনঃ নগরকান্দায় বিএনপির দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে মৎস্যজীবি লীগের প্রতিবাদ সমাবেশ
এছাড়া সেখানে অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্র লীগ সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।