ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
Logo বোয়ালমারীতে তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে করা চাল আত্মসাতের অভিযোগের সত্যতা মেলেনি Logo বোয়ালমারীতে প্রতারণার ফাঁদে ফেলে বিয়ে! Logo বোয়ালমারীতে ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত Logo বোয়ালমারীতে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী মিলন মৃধা Logo মেডিকেলে চান্স পাওয়া সেই ছাত্র এবার পেল সুবাস সাহার আর্থিক সহায়তা Logo বোয়ালমারীতে ওসির কাটাগড় মেলার মাঠ পরিদর্শন ও বাজার মনিটরিং Logo বোয়ালমারীতে রমজানে ৩০০ টাকার কাঁচাবাজার মিলছে ১৫০ টাকায় Logo প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রীকে অপহরণঃ মামলা, গ্রেফতার Logo স্কুল শিক্ষিকার ছেলে মেয়ে দুই স্কুলে ভর্তি! Logo বোয়ালমারীতে বাজার মনিটরিংয়ে নামলেন ওসি
প্রতিনিধি নিয়োগঃ
এটি একটি প্রিন্টভার্ষণ পত্রিকার ওয়েবসাইট। সারাদেশে জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহীদের শুধুমাত্র ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হইলো। -বার্তা সম্পাদক।

চরভদ্রাসনে সাপে কামড়ের ছয়দিন পর গৃহবধুর মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে সাপে কামড়ের ছয় দিন পর বেদানা মন্ডল(৪৬)নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ২৪ আগস্ট বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেদানা উপজেলার সদর ইউনিয়নের কামারডাঙ্গী গ্রামের বাসিন্দা অমৃত মন্ডল (৫৮) এর স্ত্রী। বেদানার চার সন্তান রয়েছে।

অমৃত মন্ডল জানায়, গত ১৮ আগস্ট শুক্রবার ধান ক্ষেতে কাজ করছিলেন তিনি। বিকেল সাড়ে চারটার দিকে ভাত নিয়ে ধান ক্ষেতের আইল দিয়ে আসার সময় সাপে কামড় দেয় তার স্ত্রীকে। দুই দফায় স্থানীয় ওঝা দিয়ে ঝাড় ফুক করে বিষ নামানোর পরও বেদানা সুস্থ না হলে তারা তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থতা বোধ করেন তিনি। পরেরদিন সকালের দিকে তার শরীরে বিষক্রিয়ার উপসর্গ দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকগন অ্যান্টিভেনাম প্রদান করেন এবং তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সেখানে তার অবস্থান অবনতি হলে ২৩ আগস্ট বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিক্যালে একদিন চিকিৎসা নেওয়ার পর কিডনি জনিত সমস্যায় বেদানার মৃত্য হয়েছে বলে জানিয়েছে ঐ হাসপাতালের ডাক্তার।

 

 

সাপে কাটা রোগীর চিকিৎসার বিষয়ে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.হাফিজুর রহমান বলেন, এই উপজেলাকে সাপের উপদ্রুপ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাপে কামড়ালে বেশিরভাগ মানুষ প্রথমে হাসপাতালে না এসে ওঝাার কাছে যায়। পরবর্তিতে এ সকল রোগী সময়মত হাসপাতালে না আসায় তাদেরকে সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হয়না। সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনাম রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ট্যাগস :

বোয়ালমারীতে তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে করা চাল আত্মসাতের অভিযোগের সত্যতা মেলেনি

চরভদ্রাসনে সাপে কামড়ের ছয়দিন পর গৃহবধুর মৃত্যু

আপডেট সময় ০৪:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

ফরিদপুরের চরভদ্রাসনে সাপে কামড়ের ছয় দিন পর বেদানা মন্ডল(৪৬)নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ২৪ আগস্ট বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেদানা উপজেলার সদর ইউনিয়নের কামারডাঙ্গী গ্রামের বাসিন্দা অমৃত মন্ডল (৫৮) এর স্ত্রী। বেদানার চার সন্তান রয়েছে।

অমৃত মন্ডল জানায়, গত ১৮ আগস্ট শুক্রবার ধান ক্ষেতে কাজ করছিলেন তিনি। বিকেল সাড়ে চারটার দিকে ভাত নিয়ে ধান ক্ষেতের আইল দিয়ে আসার সময় সাপে কামড় দেয় তার স্ত্রীকে। দুই দফায় স্থানীয় ওঝা দিয়ে ঝাড় ফুক করে বিষ নামানোর পরও বেদানা সুস্থ না হলে তারা তাকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থতা বোধ করেন তিনি। পরেরদিন সকালের দিকে তার শরীরে বিষক্রিয়ার উপসর্গ দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকগন অ্যান্টিভেনাম প্রদান করেন এবং তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সেখানে তার অবস্থান অবনতি হলে ২৩ আগস্ট বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিক্যালে একদিন চিকিৎসা নেওয়ার পর কিডনি জনিত সমস্যায় বেদানার মৃত্য হয়েছে বলে জানিয়েছে ঐ হাসপাতালের ডাক্তার।

 

 

সাপে কাটা রোগীর চিকিৎসার বিষয়ে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.হাফিজুর রহমান বলেন, এই উপজেলাকে সাপের উপদ্রুপ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সাপে কামড়ালে বেশিরভাগ মানুষ প্রথমে হাসপাতালে না এসে ওঝাার কাছে যায়। পরবর্তিতে এ সকল রোগী সময়মত হাসপাতালে না আসায় তাদেরকে সঠিক চিকিৎসা প্রদান করা সম্ভব হয়না। সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনাম রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।