ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর গ্রামের বারেক ফকিরের বাড়িতে প্রতি বছরের মতো এ বছরও দুইদিন ব্যাপী বাৎসরিক উরশ শরীফ অনুষ্ঠিত হচ্ছে।
১৪ ও ১৫ নভেম্বর ২০২৩ইং মঙ্গলবার ও বুধবার উরশ শরীফ উপলক্ষে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল, সন্ধ্যা ৬ ঘটিকায় মাজার জিয়ারত, সন্ধা ৬:৩০ মিনিটে গুরুজনদের সম্মানে মাল্য ও বস্র দান এবং ১৪ নভেম্বর সকাল থেকে ১৫ নভেম্বর সকাল পর্যন্ত তবারক বিতরন এবং রাত ৮ টায় বাউল গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে বাৎসরিক উরশ শরীফ।
চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনের সার্বিক সহযোগিতায় এবং বারেক ফকিরের পুত্র বাবুল মোল্যার পরিচালনায় উরশ শরীফ উপলক্ষে মঙ্গলবার রাতে বাউল গান পরিবেশন করেন সাগর দেওয়ান এবং তাপসী ফারজানা সরকার। ১৫ নভেম্বর বুধবার গান পরিবেশন করবেন দুলাল দেওয়ান এবং সাগর দেওয়ান।
⇒ আরও পড়ুনঃ ময়না হাডুডু খেলায় চ্যাম্পিয়নের পুরস্কার দেয়ায় আয়োজকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
মরহুম বারেক ফকিরের বর্তমান গদীনিশীন সাংবাদিক মোঃ হুমায়ুন কবির বলেন প্রতি বছর এই দিনে বাৎসরিক উরশ শরীফ অনুষ্ঠিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবারেও উরশ শরীফ অনুষ্ঠিত হচ্ছে। বহু দূর দুরান্ত থেকে ভক্তবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ এই উরশে সমাগম হচ্ছে। সবার জন্য দুইদিন ব্যাপী রয়েছে তবারক বিতরন, এবং গান সোনার জন্য ষ্টেজে রয়েছে বসার সুব্যাবস্থা। এবছর দুই দিন ব্যাপী বাউল গান পরিবেশনের জন্য ৪ জন সুনাম ধন্য শিল্পির ব্যবস্থা করা হয়েছে।